Cancer Awareness Foundation of Bangladesh “WORLD CANCER DAY RUN 2025” — Powered by Renata PLC
এর ভার্চুয়াল রানে আপনাদের প্রচুর সাড়া পাচ্ছি। নিয়মিত রানারদের পাশাপাশি অনেক নতুন রানার যুক্ত হচ্ছে এই ইভেন্টে। আর তাই আমাদের টিমের কাছে প্রতিনিয়ত আসছে নানা প্রশ্ন। তার আলোকেই এই পোস্ট।
যারা এখনো রেজিষ্ট্রেশন করেন নি, দ্রুতই করে নিন। কথা দিচ্ছি, আপনার সংগ্রহে চমৎকার একটি মেডেল যুক্ত হবে।
১. ভার্চুয়াল রান কি?
উ: ভার্চুয়াল রান হল একটি দৌড় প্রতিযোগিতা যা অনলাইনে অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণকারীরা তাদের সুবিধামতো সময় এবং স্থানে দৌড়াতে পারেন। সাধারণত, অংশগ্রহণকারীরা একটি নির্দিষ্ট দূরত্ব (যেমন ৭.৫ কিমি, ২.৫ কিমি ) সম্পন্ন করেন এবং তাদের সময় রেকর্ড করে। পরে তারা এটি একটি বিশেষ প্ল্যাটফর্মে আপলোড করেন। ভার্চুয়াল রানগুলো স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি, ফিটনেস উন্নয়ন এবং সম্প্রদায়ের মধ্যে সংযোগ স্থাপন করার উদ্দেশ্যে অনুষ্ঠিত হয়।
২. কোন জায়গায় দৌড়াতে হবে?
উ: রানারদের সুবিধাজনক স্থানে রান করতে পারবেন।
৩. কোন কোন এপ্লিকেশন (যেমন স্ট্রাভা) দিয়ে রান রেকর্ড করা যাবে?
উ: স্ট্রাভা,গার্মিন,এডিডাস রান,রানিং এপ,স্যামসং হেলথ ইত্যাদি এপস দিয়ে রান ডাটা রেকর্ড করা যাবে।
৪. অন্য ইভেন্টের রান আমরা কাউন্ট করব কিনা?
উ: যেকোন ইভেন্টের রান ডাটা কাউন্ট করা হবে।
৫. এখন রান রেকর্ড করে পরে সাবমিট করলে কাউন্ট হবে কিনা?
উ: ফেব্রুয়ারি ৪ তারিখ থেকে রান ডাটা রেকর্ড কাউন্ট করা হবে।
৬. রেজিস্ট্রেশনের শেষ সময় কবে এবং কখন?
উ: স্লট থাকা শর্তে রেজিস্ট্রেশন চলবে।
৭. সাবমিশনের ডেডলাইন কবে?
উ: ১৯ই ফেব্রুয়ারি।
৮. BIB নাম্বার কবে আসবে এবং কিভাবে সাবমিট করতে হবে।
উ: বিব নাম্বার লাগবে না। যারা রেজিস্ট্রেশনের করেছেন তাদের মোবাইল নাম্বার বিব নাম্বার এর জায়গাতে দিয়ে ডাটা সাবমিট করবেন।
০৯. কিভাবে ডাটা সাবমিট করবো?
উ: রান ডাটা রেকর্ড করে আমাদের ডাটা সাবমিশন লিঙ্কে। লিংক ৪ তারিখ (০৪-০২-২০২৫) থেকে ওপেন হবে।
১০. টি শার্ট এর কোন সুযোগ আছে কি?
উ: না, দু:ক্ষিত। এবারে আমরা এটা প্ল্যানে রাখি নাই। তবে প্রচুর রিকোয়েস্ট / সাজেশন এসেছে। ইন শা আল্লাহ, আগামীতে এটা আমাদের মাথায় থাকবে।
১১. ভার্চুয়াল ইভেন্টের রেজিষ্ট্রেশন ফি এতো বেশী কেন?
উ: প্রথমেই বিনয়ের সাথে জানাতে চাই, এটি একটি ফান্ড রেইজিং ইভেন্ট। এই মেডেল, গুডি ব্যাগ, ম্যানেজমেন্ট সহ সব ব্যায়ের পরে অতিরিক্ত অর্থের একটি অংশ ব্যবহৃত হবে দরিদ্র ক্যান্সার রোগীদের সহায়তায় এবং আরেকটি অংশ ব্যবহৃত হবে ক্যান্সার সচেতনতা তৈরিতে। এই ইভেন্ট থেকে প্রাপ্ত অর্থের কোন অংশ আয়োজকরা ব্যক্তিগত কোন খাতেই ব্যবহার করতে পারবেন না।